আমারে ব্লগে আপনাকে স্বাগতম Jagorony24 আপনাদরে অনুপেরনা পেলে আরও উন্নত হবে। আপনাদের সামান্য উপকারও যদি করতে পারি তবু আমরা স্বার্থক - স্বার্থক Jagorony24 এর এগিয়ে চলা ধন্যবাদ

Translate

কিরণমালা দেখতে না নেওয়ায় শিশুর আত্মহত্যা!

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দড়ি রাজনগর গ্রামে ইমন আলী (৭) নামে এক শিশু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার রাতে ভারতীয় টেলিভিশন চ্যানেল স্টার জলসায় প্রচারিত ‘কিরণমালা’ সিরিয়াল দেখতে না নেওয়ায় শিশুটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। ইমন ওই গ্রামের বাউলশিল্পী শের আলীর ছেলে।
শের আলী সাংবাদিকদের জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে ইমন মেজো। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি পাশের বাড়ির টেলিভিশনে কিরণ মালা দেখতে যান। এরপর ইমন ও ছোট ছেলে সুমন আহমেদকে (৪) ঘরে রেখে বাইরে থেকে দরজা আটকে তাঁদের মা বেবী আক্তারও টেলিভিশন দেখতে আসেন। এতে ইমন কিরণমালা দেখতে না পেরে অভিমান করে ঘরের ভেতর গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেয়। তা দেখে দরজার নিচের ফাঁকা দিয়ে সুমন বেরিয়ে এসে তাঁদের ডেকে নিয়ে যায়। বাবা-মা এসে ইমনকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে মৃত্যু নিশ্চিত হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়নি বলেও জানান শের আলী। বেবী আক্তার জানান, ইমন তাঁর সঙ্গে কিরণমালা দেখতে যেতে চেয়েছিল। কিন্তু ছোট সুমন ঘরে একা থাকবে বলে ইমনকে সঙ্গে নেওয়া হয়নি। তাই অভিমান করে সে আত্মহত্যা করেছে। আর দুই বছর আগে ইমনের বড় ভাই সাইফুল ইসলাম (১০) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছিল বলেও জানান তিনি। এ ব্যাপারে সিংগাইরের শান্তিনগর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, রাতেই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

প্রয়োজনীয় Exclusive সফট্ওয়্যারের এর খোঁজ সবার আগে পেতে ফেসবুকের এই পেইজটিতে লাইক দিন। অবশ্যই উপকৃত হবেন। 

ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। কারন পাঠকের কমেন্টসই একজন ব্লগারকে পোষ্ট লিখতে উ‌ৎসাহ প্রদান করে।

সবাই ভাল থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

0 comments:

Post a Comment