আমারে ব্লগে আপনাকে স্বাগতম Jagorony24 আপনাদরে অনুপেরনা পেলে আরও উন্নত হবে। আপনাদের সামান্য উপকারও যদি করতে পারি তবু আমরা স্বার্থক - স্বার্থক Jagorony24 এর এগিয়ে চলা ধন্যবাদ

Translate

কোন সফটওয়ার ছারাই অ্যান্ড্রয়েড গ্যালারি থেকে যে কোন ফাইল লুকিয়ে রাখুন ।

বাড়তি কোন অ্যাপলিকেশন ব্যবহার না করে অ্যালবাম হাইড করুন। 

আপনি যে কোন ফাইল ম্যানেজার ব্যবহার করে খুব সহজেই কাজটি করতে পারবেন। এজন্য আপনাকে শুধু ফাইলম্যানেজার দিয়ে যে ফোল্ডারটি হাইড করতে চান তার নাম .nomedia নামে রিনেম করতে হবে। ব্যাস! ফোল্ডারটি হাইড হয়ে যাবে।
হাইড করা ফাইল পুনরায় আনহাইড করার জন্য আপনাকে ফাইল ম্যানেজারের অ্যাডভানস অপশন থেকে ‘Show Hidden Files’ নামের অপশনটি ইনাবল করে দিতে হবে।
এবং এরপর আপনি সেই ফোল্ডারটি যখন দেখতে পাবেন তখন আবার রিনেম করলেই ফোল্ডারটি এবং ফোল্ডারটির ভিতরে থাকা কম্পোনেন্টগুলো ভিসিবল হয়ে যাবে।

0 comments:

Post a Comment