আমারে ব্লগে আপনাকে স্বাগতম Jagorony24 আপনাদরে অনুপেরনা পেলে আরও উন্নত হবে। আপনাদের সামান্য উপকারও যদি করতে পারি তবু আমরা স্বার্থক - স্বার্থক Jagorony24 এর এগিয়ে চলা ধন্যবাদ

Translate

কি করে বুঝবেন, কোন মেয়ের আপনার প্রতি আকর্ষণ আছে।


কি করে তা বুঝবেন কোন মেয়ের আপনার প্রতি আকর্ষণ আছে
  1. সে আপনার দিকে তাকিয়ে অকারনে(অধিক মাত্রায়) হাসবে।
  2. সে আপনার সাথে ঠাট্টা- তামাশা করবে।সে আপনার মন্তব্য কিংবা কৌতুক শুনে অট্ট হাসি হাসবে।
  3. সে সবসময় আপনার হাত ধরার চেষ্টা করবে।
  4. কোন কারন ছাড়াই সে আপনার জন্য ছোট-খাটো উপহার কিনবে। 
  5. আপনার পরিবারের অন্য সদস্যেদের প্রতি তার আগ্রহ দেখাবে – খোঁজখবর নিবে। কারন একটি মেয়ে যখন কোন ছেলেকে পছন্দ করে তখন মেয়েটি ছেলেটির চারপাশের সবকিছুকে পছন্দ করা শুরু করে।
  6. সামনাসামনি বসে কথা বলার সময়সে আপনার দিকে ঝুকে (সামনের দিকে) বসবে।
  7. সে স্বাভাবিকের তুলনায় বেশি বার চোখের পলক পেলবে যখন সে আপনার দিকে তাকাবে।
  8. তার চোখের পালকের পশমগুলো আপনা থেকে ঝাপটাবে।
  9. সে এমন সব কার্যক্রমের কথা উল্ল্যেখ করবে যেটাতে আপনার আগ্রহ আছে – তাহলে সে আপনার সাথে ওই কাজে অংশগ্রহন করতে পারবে (যেমন কোন অনুষ্ঠানে বা কোন বিশেষ রেস্টুরেন্টে খাওয়া)।
  10. সে আপনার পাশাপাশি থাকতে চাইবে – অন্য বন্ধুরা যতটা নাচাইবে তার চেয়ে বেশি।
  11. আপনার সাথে কথা বলার সময় সে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরেবান্ধবীর পিছে দাড়াবে এবং স্থির না থেকে কিছুটা হেলে- ধুলে কথা বলবে।
  12. সে প্রায়শই জিজ্ঞেস করবে নারীদের মাঝে আপনার কি ভাল লাগে এবং নারীর কোন বিষয়টি আপনার ভাল লাগে।
  13. কথা বলার সময় সে যদি আপনার কথার অনুকরন করে অথবা আপনি যা করতে পছন্দ করেন তা করা শুরু করে তাহলে এটি খুবই পজেটিভ একটি বিষয় “সে আপনাকে পছন্দ করছে”।
  14. সে আপনার সাথে দুপুরের কিংবা রাতের খাবার খেতে আগ্রহ প্রকাশ করবে।
  15. তার চেহার রক্তিম আভা ধারন করবে যখন আপনি তার সাথে কথা বলবেন অথবা তার সামনা- সামনিহবেন।
  16. আপনার দিকে নজর দিলে তার চোখের তারা বড় হয়ে যাবে। কোন বস্তু বা ব্যক্তি যা আমরা পছন্দ করি তার দিকে তাকালে আমাদের চোখের তারা আপনা থেকেই বড় হয়ে যায়।
  17. প্রয়োজনীয় Exclusive সফট্ওয়্যারের এর খোঁজ সবার আগে পেতে ফেসবুকের এই পেইজটিতে লাইক দিন। অবশ্যই উপকৃত হবেন। 

    ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। কারন পাঠকের কমেন্টসই একজন ব্লগারকে পোষ্ট লিখতে উ‌ৎসাহ প্রদান করে।

    সবাই ভাল থাকবেন। আল্লাহ্‌ হাফেজ।

0 comments:

Post a Comment