HTC যে তাদের আসন্ন ফ্ল্যাগশীপ ফোন HTC 10 নিয়ে দারুণ ভাবে প্রত্যাশী তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের শুরু থেকেই আমরা HTC 10 সেটটি সম্পর্কে নানান কথা শুনে আসছি। তবে এবার চীনের মাইক্রো-ব্লগিং নেটওয়ার্ক উইবো আমাদের জন্যে HTC 10 ফোনটির একটি নতুন ছবি ফাঁস করেছে।
সেই ছবিতে দেখা গেছে একটি চকচকে ল্যাপটপের কিবোর্ডের উপর একটি সাদা রঙের এইচটিসি ১০ যা এর আগে চীনে প্রকাশিত আরেকটি ছবি থেকে সম্পূর্ন ভিন্ন।
এই ভিন্নতা আমরা খুঁজে পাই ডিভাইসটির রঙে। এতোদিন পর্যন্ত আমরা HTC 10 এর কালো রঙের সেটই কেবল দেখেছি। তাই হয়তো এবার আমরা ভেবে নিতে পারি যে, এইচটিসি শুধু কালো রঙে নয়, সাদা রঙেও HTC 10 বাজারে আনার পরিকল্পনা করছে। হতে পারে সেই সেটের পেছন ভাগে থাকবে রুপালি রঙের আভা।
এইচটিসি বিগত দিনে HTC 10 এর যে সব টিজার প্রকাশ করেছে তাতে এর প্রশস্ত প্রান্ত এবং স্পিকার সিস্টেমের বৈশিষ্ট্য কেমন হবে তা দেখা গেছে। সে অনুযায়ী স্পিকারে থাকবে প্রথমবারের মতো বুম সাউন্ড প্রযুক্তি - এমন প্রতিশ্রুতি পাওয়া গেছে পূর্বেকার একটি টিজারে। তাতে আরো ছিল ফোনটির কার্যক্ষমতা এবং ক্যামেরা বিষয়ক তথ্য।
এতে নাকি এমন ক্যামেরা যুক্ত করা হয়েছে যা এ পর্যন্ত অন্য কোন মোবাইল ক্যামেরায় যুক্ত করা হয়নি। ফলে এর সাহায্যে ছবি তুলে এবং ভিডিও করে ব্যবহারকারী এক অনন্য অভিজ্ঞতা লাভের স্বাদ পাবেন। গতকালের টিজারেই এর ব্যাটারির কর্মক্ষমতার স্থায়িত্ব সম্পর্কে আমরা প্রথম ধারণা পেলাম।
যাহোক, HTC 10 এর বিষয়ে জানতে আমাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আশা করা যাচ্ছে আগামী 12 এপ্রিল সকালেই আমরা জেনে যাবো সত্যিাকারে এ ডিভাইসটি আমাদের জন্যে বিশেষ কি নিয়ে আসছে।
0 comments:
Post a Comment